logo
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৫ ১৬:৫৭
পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাজিরপুর উপজেলা শাখার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এই সম্মেলন আয়োজন করা হয়।

১৩১ নং পাজরা পারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিকদারের সভাপতিত্বে এবং ১৪০ নং চর খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ১৩২ নং দক্ষিণ শ্রীরামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান, ৮৮ নং শ্রীরামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক, ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সমদ্দার, ৫৭ নং দীঘিরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সিকদার, এবং ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফায়েত হোসেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ইয়াহিয়া খান, আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ শাফিকুল ইসলাম সাফিক, ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান, এবং সদস্য সচিব মোঃ তারেক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ।

সম্মেলনে ৮৯ নং মধুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম ফয়সল আলমকে সভাপতি, ১১৫ নং দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

ভোরের আকাশ/রন