জামালপুর জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ তাদের আইনি সমস্যার সমাধান পাচ্ছেন। পারিবারিক বিবাদ, জমি-জমা সংক্রান্ত বিরোধ, নারী ও শিশু নির্যাতন, এবং ভরণপোষণ সংক্রান্ত জটিল মামলা নিষ্পত্তিতে লিগ্যাল এইড অফিস কার্যকর ভূমিকা পালন করছে।
জানা গেছে, লিগ্যাল এইড অফিসারের কার্যালয়ে প্রতিদিন বিচারপ্রার্থী মানুষ ভিড় জমাচ্ছেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে মধ্যস্থতার মাধ্যমে অনেক জটিল মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এতে সময়, অর্থ এবং আদালতের চাপ কমছে। এই পদ্ধতিতে মীমাংসা হলে দুই পক্ষের মধ্যকার শত্রুতা দূর হয় এবং দীর্ঘমেয়াদে সুসম্পর্ক বজায় থাকে।
মেলান্দহ উপজেলার গুশের পাড়া এলাকার এক নারী, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, যৌতুকের দাবিতে তার স্বামী নির্যাতন করতেন। তিনি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অভিযোগ করলে অফিসটি তার স্বামীকে নোটিশ পাঠায় এবং মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে। এখন তারা সুখী দাম্পত্য জীবন যাপন করছেন।
জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আল মামুন বলেন, "জামালপুর জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে আইনি সেবা প্রদানে বদ্ধপরিকর। ধনী-গরিব সবার জন্য এখানে সেবা উন্মুক্ত। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ৭৪ লক্ষ টাকা আদায় করে দেওয়া হয়েছে।"
লিগ্যাল এইড অফিসে ৩৬ জন প্যানেল আইনজীবী কাজ করছেন। ফৌজদারি ও দেওয়ানি মামলায় তাদের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি পরামর্শ ও সেবা পাচ্ছেন।
সচেতন মহল বলছেন, লিগ্যাল এইড সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। বন্ধুত্বপূর্ণ পরিবেশে মধ্যস্থতার মাধ্যমে জটিল মামলার সমাধান হওয়ায় অনেক সংসার রক্ষা পাচ্ছে। তবে অফিসে জনবল সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
ভোরের আকাশ/ সু