পিরোজপুরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (১৮ জানুয়ারি) হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)-এর উদ্যোগে দিনব্যাপী কারাটে প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা।
হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট এইচডিটি)-এর পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাইনুল আহসান সুন্না। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এবং বাবুই’র প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান।
ন্যাশনাল জাজ আশেক ওসমানীর নেতৃত্বে এবং আরও তিনজন প্রশিক্ষকের সহযোগিতায় দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রশিক্ষণে শিশু, যুবক-যুবতী এবং অভিভাবকদের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকলে প্রশিক্ষণে বেশ আগ্রহের সাথে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের প্রশংসা করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পেপার প্লেন প্রতিযোগিতা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জনকারী একজন পুরুষ ও একজন নারীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
প্রশিক্ষণ শেষে ন্যাশনাল জাজ আশেক ওসমানী বলেন, “এই প্রশিক্ষণটি ভালো কাজে ব্যবহার করুন এবং কখনো এর অপব্যবহার করবেন না। এটি আমাদের জীবনকে আরও সুসংহত করতে সহায়তা করবে।
সমাপনী বক্তব্যে এইচডিটি পরিচালক মেহেদী হাসান বলেন, “পিরোজপুরে এই প্রথমবার এমন ভিন্নধর্মী আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। আমি এই অনুষ্ঠানের সফলতার জন্য সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্টে এইচডিটি প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার ভাইকে, যিনি কানাডা থেকে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
প্রশিক্ষণের মাধ্যমে পিরোজপুরের মানুষ আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব এবং তার সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হয়েছেন। অভিভাবক ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
ভোরের আকাশ/ সু