logo
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৫ ১৮:৪৩
অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি আটক

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি)। গত শনিবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৯২/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর নামক স্থান থেকে ৩ জন বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. মাহমুদুল হাসান (ব্রাহ্মণবাড়িয়া সদর), মো. তাসনিম আহমেদ (আশুগঞ্জ) এবং মো. নাসিম আহমেদ (নবীনগর)। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই ভারত হতে পর্তুগাল যাওয়ার উদ্দেশে ভারতের দিল্লিতে অবস্থিত পর্তুগালের এম্বাসির নিকট কাগজপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে গমন করে এবং শনিবার অবৈধভাবে বাংলাদেশে ফেরত আসার সময় অত্র ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির টহল দলের নিকট আটক হয়। তাদের নিকট হতে ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মোবাইল ফোনসহ মাধবপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ সু