সাতক্ষীরায় ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন সময়ের অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রবিবার সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে কর্নেল আশরাফুল হক উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তে জব্দকৃত এসব মাদক বুলডোজার দিয়ে নষ্ট করা হয়েছে। এর মধ্যে ছিল ৭ হাজার ৪৫৬ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার ২১৮ বোতল মদ, ৭ হাজার ১০০ কেজি হেরোইন, ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিস ইয়াবা, ২৪ বোতল এলএসডি, ৪ হাজার ৫৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪০ হাজার ৯০৭ পিস অনাগ্রা ট্যাবলেট, পাতার বিড়ি ও তামাকসহ অন্যান্য মাদক।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার মেহেদী হাসান চৌধুরী, ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার প্রমুখ।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, "বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের ভূখণ্ড রক্ষাসহ যেকোন ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা তৎপর রয়েছি। সীমান্তে মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে এবং থাকবে।"
এসময় উপস্থিত ছিলেন, বিজিবি সহকারী পরিচালক মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা র্যাব-৬ সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
ভোরের আকাশ/ সু