logo
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৫ ১৯:৩১
বিএনপির দক্ষিণ জিয়া মঞ্চের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির দক্ষিণ জিয়া মঞ্চের আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রাম দক্ষিণ জিয়া মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার আব্দুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় দক্ষিণ জিয়া মঞ্চের আহবায়ক শাহ আলমের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।

এডভোকেট মো.ইসকান্দার আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন,কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস. এম মামুন মিয়া,বিশেষ অতিথি ছিলেন,জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহমদ, এম এ কালাম, ব্যারিস্টার সালাহ উদ্দীন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কমান্ডার জামিল সিদ্দীকি (অবঃ), সহ-মানবাদিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী, ঢাকা উত্তর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাবেদ সাহেব, দক্ষিণ জেলা বিএনপি নেতা আবু মুহাম্মদ নিপার, এডভোকেট এসএম ফোরকান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দীন, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব, হাজী ওসমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার গিয়াস উদ্দীন ফয়সাল, ইউনুছ চৌধুরী, আবু তাহের, মামুনুর রশীদ মামুন, জসিম উদ্দীন জুয়েল, এইচ এম মুহিব্বুল্লাহ কাসেমী, আহমদ নুর, আমান উল্লাহ আমান, ছালেহ জহুর, এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু, এজলাছ, মন্জুর, রুবেল, সালাম, আনোয়ারা জিয়া মঞ্চের সমন্নয়ক এমএম শিবলী নোমানী, মুহাম্মদ শাহ জাহান, সোহেল আহমদ ফরহাদ, শেখ শাহজাহান, সুলতান, শেখ আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের, শেখ আহমদ, সেলিম খান, আব্দুল মান্নান, মনির উদ্দীন, আহবায়ক মুহাম্মদ ফারুক, যুগ্ম এডভোকেট আব্দুল আওয়াল খান, এস এম পারভেজ, সাদ্দাম, নজিবুল হক শাওন, মামুন আজাদ, হারুন, দিদার, মিজানুর রহমান, জামাল উদ্দিন সিকদার, মো ফোরকান ও মাইনুদ্দিন ফারুকসহ চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন জিয়া মঞ্চের বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল বলেন, শেখ হাসিনা দেশকে পঙ্গু করে দিয়ে পালিয়েছে,নতুন বাংলাদেশ গড়তে তারেক জিয়া ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা চব্বিশের গণহত্যা এবং সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতনের ব্যাপারে অনুতপ্ত না হয়ে জঘন্য মিথ্যাচার করে বেড়াচ্ছেন। এ বিষয়ে তিনি নেতা কর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন।

এসময় তিনি সকল নেতা কর্মীদের আওয়ামী দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানান।

ভোরের আকাশ/ সু