logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০২৫ ১৫:৪৮
নাজিরপুরের পিরোজপুরে
তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহের উপস্থিতিতে এই অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইয়া হিয়া খান, মো. আসাদুজ্জামান হাজরা টিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজান শরীফসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শাওন মোল্লা, ইয়ামিন মুন্না, রাকিব হোসেন, সজিব শিকদার, ত্বহা তালুকদার এবং অহিদুল ইসলাম। এছাড়া জাতীয় নাগরিক কমিটির নাজিরপুর উপজেলা শাখার প্রতিনিধি কমিটির সদস্য মোসা. সানজিদা, সজিব শিকদার, এনামুল শিকদার, আল আমিন শিকদার, মরিয়ম, রফিকুল ইসলাম, রাসেল বাহাদুর, মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, “তারুণ্যের উৎসব আয়োজনের অংশ হিসেবে নাজিরপুর উপজেলায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সকলের অংশগ্রহণে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।” তিনি অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।