logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০২৫ ১৭:৩৬
সুনামগঞ্জে
আইনজীবী সমিতির নির্বাচন
সভাপতি আব্দুল হক, সম্পাদক উজ্জ্বল
সুনামগঞ্জ প্রতিনিধি

আইনজীবী সমিতির নির্বাচন

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (উজ্জ্বল) জয়ী হয়েছেন। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৮৮ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে গতকাল রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল হক এবং সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী (উজ্জ্বল) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জয়ী অন্যরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হাছান তালুকদার, নির্বাহী সদস্য পদে মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ ছাইদুর রহমান তালুকদার, আফিজ মিয়া, রজত কান্তি সরকার ও জুলহাস মিয়া।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি আজাদুল ইসলাম, সহসভাপতি আবু বকর, সহসাধারণ সম্পাদক যুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক মহসিন রেজা মানিক, পাঠাগার সম্পাদক মুশফিকুর রহমান পীর, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আকিক মিয়া এবং মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার রেখা।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী ছৈইল মিয়া, কামাল হোসেন ও জমির উদ্দিন।