দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানার নিজস্ব অর্থায়নে, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ৭৫ নাম্বার উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আহসান কবির খান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মনির খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল আলম স্বজল, পিরোজপুর জেলা তাতীঁ দলের সভাপতি আলি শেখ, সদর থানা তাতীঁ দলের আহ্বায়ক মো. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, "আমি আমার জীবদ্দশায় পিরোজপুর পৌরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো। আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে থেকে পিছিয়ে পড়া পিরোজপুর পৌরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের চেষ্টা করতে। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুর পৌরসভার উন্নয়ন আরও তরান্বিত হবে।"