আপডেট : ২১ জানুয়ারি, ২০২৫ ১২:৩৬
মেলান্দহের উমির উদ্দিন পাইলট স্কুলে
তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহের ঐতিহ্যবাহী উমির উদ্দিন পাইলট স্কুলে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। ২০ জানুয়ারি বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান শিক্ষক মোহন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম এবং সহকারী প্রধান শিক্ষক আলহাজ আব্দুল আহাদ। এ সময় আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।