বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া, এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।
আলোচনা সভা শেষে দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।