গাইবান্ধায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ।
গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে ও নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র কনসালটেন্ট আইয়ুব হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সোহেলুর রহমান খান, সিভিল সার্জন কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রোস্তম আলী, জেলা প্রাণীসম্পদ অফিসার আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুদ রানা, সাংবাদিক শাহিন নূরী প্রমুখ।
উক্ত কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।