পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী ৮২ নম্বর কালীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনের মুখে পড়েছে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বিদ্যালয়টি পর্যায়ক্রমে নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯২৭ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৪৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে দুটি একতলা ভবন রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পার্শ্ববর্তী কালি গঙ্গা নদীর পানি বিদ্যালয়ের সম্মুখের রাস্তা ভেঙে একেবারে মাঠের কাছে চলে এসেছে। সেখানে স্রোতের তোড় প্রতিদিন বিদ্যালয়টিকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকলা রায়ের সঙ্গে কথা বললে তিনি জানান, “আমরা উপজেলা শিক্ষা অফিসে স্কুলটি ভাঙন কবলে পড়েছে বলে লিখিতভাবে জানিয়েছি।”
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. হেনায়ারা বেগম বলেন, “এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”