logo
আপডেট : ২১ জানুয়ারি, ২০২৫ ১৯:০০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে
মোবাইল কোর্টের ভয়ে অর্ধশত ফার্মেসি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মোবাইল কোর্টের ভয়ে অর্ধশত ফার্মেসি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইল কোর্টের মাধ্যমে ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয় - ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইল কোর্টের ভয়ে পৌরসদর বাজারে প্রায় অর্ধশত ওষুধের দোকান (ফার্মেসি) বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২১ জানুয়ারি) নবীনগর পৌরসদর বাজারে ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করার আগেই খবর পেয়ে অর্ধশত দোকান বন্ধ করে দেন ফার্মেসি মালিকগণ। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা। মোবাইল কোর্ট পরিচালনার সময় যে কয়টি দোকান খোলা পাওয়া যায়, সেগুলো থেকে ৯টি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ব্যবসায়িক রেজিস্টার খাতা ব্যবহার না করা এবং অপরিচ্ছন্ন থাকার অভিযোগে ৯টি মামলায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো: মহেন্দ্র ফার্মেসি ৩০ হাজার টাকা, বন্ধন ফার্মেসি ২০ হাজার টাকা, হালিমা ফার্মেসি ৩০ হাজার টাকা, মা ফার্মেসি ৩০ হাজার টাকা, আল-মদিনা ফার্মেসি ২০ হাজার টাকা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুছা গণমাধ্যমকর্মীদের জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখা, এবং দোকানের রেজিস্টার খাতা যথাযথভাবে ব্যবহার না করার কারণে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ (খ) (ঘ) ধারায় মোবাইল কোর্ট আইনে ৯টি মামলায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনেক দোকান বন্ধ পাওয়া যায়। কয়দিন এভাবে ব্যবসা বন্ধ করে পালিয়ে থাকবে? প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।