logo
আপডেট : ২১ জানুয়ারি, ২০২৫ ১৯:১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জে
পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের এক রাতের বিশেষ অভিযানে ১২ জন জুয়ারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা এবং সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের একটি চায়ের দোকান থেকে জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জামলাবাজ গ্রামের ফয়সল (৫০), মো: লিলু মিয়া (৪২), তাজ উদ্দিন (২৮), মো: আক্তার হোসেন (২৬), মো: ইজাজুল হক (৪০), জুনেল আহমদ (৩৬), শাহিন আহমদ (২৮), আলাউর রহমান (৪০), শহিদ আলী (৪৫), রিপন আহমেদ (৩৫), নোয়াখালী গ্রামের জমির আলী (৫০) এবং হেলেন (৩৫)।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতারকৃতরা হলেন গাজীনগর গ্রামের নূর আহমদ মিলন (৩৫) এবং মাহবুব আলম (২৩)। সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃতরা হলেন জামলাবাজ গ্রামের লিয়াকত আলী এবং হাসারচর গ্রামের আলীনুর খাঁন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ আকরাম আলীর দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নোয়াখালী বাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়ারী, পাথারিয়া এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।