logo
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৫ ১৪:৩৬
এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও
গাইবান্ধা প্রতিনিধি

এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও

গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসানের শীত বস্ত্র কম্বল পেয়ে খুশি বল্লমঝাড় মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানার ৭জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বল্লমঝাড় মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানার ৭জন শিক্ষার্থীসহ ৩জন আবাসিক শিক্ষকের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, আমাদের মাদরাসা ও এতিমখানায় এখনও পর্যন্ত কেউ কম্বল দেয়নি এ শীতে। সদরের ইউএনও স্যার আমাদের ৭জন এতিম ছাত্রসহ আমাদের ৩ জন শিক্ষককে কম্বল দিয়েছে। এটি খুবই মহতী কাজ করেছেন তার জন্য দোয়া রইল।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান ভোরের আকাশকে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সর্বমোট ৬০০০ পিস কম্বল পেয়েছি।

এগুলো ষাটোর্ধ বয়সের অসহায় মানুষ, দুস্থ পথচারী ও এতিমখানার শিশুদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হয়েছে। এই শীতে মানুষ যেন কষ্ট না পায় সেজন্য গাইবান্ধা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।