logo
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৫ ১৫:০৯
পিরোজপুর
জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক

জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুর জেলার ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইমাম পরিষদের পক্ষে মাওলানা মোল্লা মিরাজ হোসেন সার্বিক বিষয় জেলা প্রশাসককে অবহিত করেন। ইসলাম ফাউন্ডেশন এবং বিভিন্ন কমিটি গঠনের বিষয়ে মাওলানা মো. রফিকুল ইসলাম জেলা প্রশাসককে জানান।

সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা মো. আল আমিন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন এবং হাফেজ আ. রহিমসহ আরও অনেকে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ইমাম পরিষদের নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং চলমান সমস্যা সমাধানের জন্য তাদের কাছ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধির তালিকা জমা দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, সব পক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করা হবে।