logo
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৫ ১৫:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়
ইয়াবাসহ নারী আটক
বিজিবির অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ইয়াবাসহ নারী আটক

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক মাদকসহ আটক নারী - ভোরের আকাশ

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক চোরাকারবারী আটক এবং একজন পলাতক হয়েছেন। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, ২২ জানুয়ারি (বুধবার) রাত ৭টা ২০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভাউনহাটি শিকামুড়া নামক স্থান থেকে ২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি মোছাঃ পলিকে (৩০) আটক করা হয়। তিনি মো. বাবুলের স্ত্রী এবং গ্রামের বাড়ি কসবা।

ঘটনাস্থল থেকে অপর মাদক চোরাকারবারি কবির মিয়া (৪৫) পালিয়ে যান। তিনি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, পিতা হিবজু মিয়া, গ্রাম বামনহাটি শিকামুড়া।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, মাদকসহ আটক হওয়া নারী আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামির বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।