logo
আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৫ ১৭:২৫
সুবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
হাফ পাস ইস্যুতে ছয় দফা দাবি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাফ পাস (অর্ধেক ভাড়া) ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে বাস হেলপারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুবিপ্রবির শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায়, ৬ দফা দাবি নিয়ে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় অবরোধের কারণে আটকে থাকা পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

পরে, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক এবং মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমান শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে পরিবেশ শান্ত হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা হাফ পাস নিশ্চিত করতে হবে।
২. বিকেল ৪টার মধ্যে ওই বাসের হেলপারকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৩. সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মার্জিত ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. প্রতিটি বাসে হাফ পাস সংক্রান্ত লিফলেট লাগাতে হবে।
৫. শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম একজন হলেও বাস থামাতে হবে।
৬. প্রত্যেক শিক্ষার্থীর জন্য হাফ পাসের সুযোগ নিশ্চিত করতে হবে।

অবরোধ তুলে নেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক এবং মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।