পিরোজপুরে শিক্ষার মান উন্নয়নে জেলার বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী এবং আয়োজন করে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. রফিকুল ইসলাম, বরিশাল বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খান, কলেজ পরিদর্শক প্রফেসর মো. লিয়াকত হোসেন, বরিশাল বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইদ্রিস আলী আযিজী।
অনুষ্ঠানের অংশ হিসেবে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী প্রধান শিক্ষকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। তিনি শিক্ষার মান উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।