logo
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৫ ২০:৩০
নবীনগরে
কৃষক দলের সমাবেশ অনুষ্ঠান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কৃষক দলের সমাবেশ অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে শ্রীরামপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিবির বাজার মাঠ) প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এমএ আব্দুল মান্নান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কেএম মামুনুর অর রশিদ।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন—

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবনুল হাসান সবুজ

যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মহি উদ্দিন মহিন

সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু

সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন

শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ

উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী জহিরুল হক জরু

যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম পলাশ

পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন

সদস্য সচিব আনোয়ার খাঁন

ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ভূঁইয়া সুমন

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক

এছাড়া উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নবীনগরের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।