logo
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:১৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে
রানু ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রানু ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প

ছবি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন শতাধিক দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় রানু ফাউন্ডেশন - ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে রানু ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আঃ রহিম মাস্টার সরকারের বাড়িতে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্প থেকে প্রায় ৩ শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, এক সপ্তাহের ওষুধ এবং পুষ্টিকর খাদ্যপণ্য বিনামূল্যে গ্রহণ করেন। রানু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. তৌকিতুল আলম সরকার (চয়ন)।

ফ্রি হেলথ ক্যাম্পে ইয়াকুব আলী সরকারের সভাপতিত্বে এবং পাভেল সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মানিক সরকার, শফিক সরকার, মোশাররফ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে মূলত সেসব দরিদ্র রোগীদের সেবা দেওয়া হয়, যারা ডাক্তার দেখানোর খরচ বহন করতে পারেন না

হেলথ ক্যাম্প শুরু হওয়ার আগে সবার জন্য বিশেষ দোয়া করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রানু ফাউন্ডেশন। এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল এবং এলাকাবাসী ফাউন্ডেশনকে আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।