সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে চৌহালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল হোসেন বলেন, সম্প্রতি একটি দুর্বৃত্ত চক্র প্রতিহিংসার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে চৌহালী উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক, যা সংগঠনের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করেছে। আমরা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
এ সময় চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল হোসেন, সাবেক সভাপতি ভিপি আনোয়ার হোসেন, ইউনুস সিকদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।