কৃষিকে যান্ত্রিকীকরণের আওতায় আনতে সমালয় চাষাবাদ পদ্ধতির জুড়ি নেই। ২০২৪-২৫ অর্থবছরে সমালয় পদ্ধতিতে চাষাবাদের জন্য প্রণোদনার আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের ১৫০ জন কৃষকের প্রায় ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম। এ সময় কৃষি প্রকৌশলী কৃষিবিদ আছমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, রাইস প্লান্টার যন্ত্রের মাধ্যমে প্রায় ৫০০০ ট্রেতে ব্রি-ধান ৯২ জাতের বীজতলা স্থাপন করা হয় ২৫ ডিসেম্বর ২০২৪ সালে। প্রায় ৩০ দিনের চারা রোপণের মাধ্যমে কৃষকরা অধিক ফলন ঘরে তুলতে পারবেন। তাছাড়া, মেশিনের মাধ্যমে চারা রোপণ করায় বিঘাপ্রতি ২২০০-২৫০০ টাকা সাশ্রয় হয় এবং মাত্র ২৫ মিনিটে ১ বিঘা জমি রোপণ করা যায়।
বোরো মৌসুমের শুরুতে কৃষি শ্রমিকের ঘাটতি থাকলেও মেশিনের মাধ্যমে চারা রোপণ করলে শ্রমিকের চাহিদা পূরণ সম্ভব হবে। সমালয় পদ্ধতিতে চাষাবাদে চারা রোপণ, আন্তঃপরিচর্যা ও কর্তন সকল কাজ সমানতালে ও একই সময়ে করা যায় বলে একে সমালয় চাষাবাদ পদ্ধতি বলা হয়ে থাকে বলে জানান কৃষি প্রকৌশলী আছমা আক্তার।
এখানকার সমালয় পদ্ধতির সার্বিক দেখভাল করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমেনা বেগম।