logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:১৮
চট্টগ্রামের কেরানীহাটে
দক্ষিণ জেলা বিএনপির আনন্দ মিছিল
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ জেলা বিএনপির আনন্দ মিছিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার নেতৃবৃন্দ, গিয়াস উদ্দিন হিরু, জেদ্দা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কেঁওচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উত্তর সাতকানিয়া যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের যৌথ নেতৃত্বে (২ ফেব্রুয়ারি) রবিবার বিকেল ৫ টার দিকে কেরানীহাট এলাকাতে উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি'র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মো. রফিক, দক্ষিণ জেলা যুবদল নেতা, নাজিম উদ্দিন, সদস্য সচিব, উত্তর সাতকানিয়া উপজেলা শ্রমিকদল, মো. নাছির উদ্দিন, দক্ষিণ জেলা যুবদল নেতা, মাকছুদুর রহমান, সাবেক সভাপতি, ছাত্রদল সাতকানিয়া সরকারি কলেজ, জিয়াউর রহমান, সাবেক সহ-সভাপতি, ছাত্রদল সাতকানিয়া উপজেলা, মো. ফিরোজ, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব, পুরানগড় ইউনিয়ন শাখা, আব্দুর রহিম, সদস্য সচিব, কালিয়াইশ ইউনিয়ন শাখা, তারেক হোসেন, সভাপতি, বাজলিয়া ইউনিয়ন ছাত্রদল, মো. ইয়াছিন, যুবদল নেতা, কেঁওচিয়া ইউনিয়ন, রাকিবুল হাসান ইমন, সংগঠক, উত্তর সাতকানিয়া ছাত্রদল, মো. মিজান, সদস্য সচিব, কেঁওচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মো. ইমন, কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রদল, মো. বোরহান, ছদাহা ইউনিয়ন ছাত্রদল নেতা সহ মো. ফাহিম, মো. মিনহাজ, মো. জয়নাল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।