logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:২০
পিরোজপুর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা
পিরোজপুর প্রতিনিধি

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ৩ ফেব্রুয়ারি সোমবার (২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য ও অঞ্জলি অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।

পরে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় যজ্ঞানুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে ‘বসন্ত পঞ্চমী’ বলা হয়।