পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও ওষুধ ব্যবসায়ী সেলিম সরোয়ারকে মারধরের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মঠবাড়িয়া থানার সামনে ওষুধ ব্যবসায়ী ও টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম সরোয়ারকে ফার্মেসি থেকে থানায় ডেকে নেওয়া হয়। সেখানে নকল ওষুধ বিক্রির অভিযোগ তুলে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব তার সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন।
এ ঘটনার পর মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর শত শত নেতা-কর্মী থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত এসআই হাসিবের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে থানায় থেকে প্রত্যাহারের দাবি জানান। পরে, পুলিশ প্রশাসন অভিযুক্ত এসআই হাসিবকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানার সামনে ওষুধ ব্যবসায়ী সেলিম সরোয়ারের সঙ্গে এসআই হাসিবের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধান হয়ে গেছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের মোবাইল ফোনে জানান, অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) হাসিবকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।