-->

শপথ নিলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
শপথ নিলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জিওমেরা ক্যাস্ত্রো

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বামপন্থী লিবরে (ফ্রি) পার্টির নেতা জিওমেরা ক্যাস্ত্রো। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) (বাংলাদেশ সময় শুক্রবার ভোরে)  আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি।

শপথের পর দেওয়া বক্তৃতায় জিওমেরা বলেন, তিনি একটি ‘ভঙ্গুর’ দেশের দায়িত্ব গ্রহণ করলেন। তবে এর মধ্যেও তিনি দেশকে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চান।

একইসঙ্গে মাদক পাচারকারী চক্রকে দমন ও গর্ভপাত আইন শিথিল করারও প্রতিশ্রুতি দেন।

তার ক্ষমতা গ্রহণের মাধমে দেশটিতে টানা এক যুগ ধরে চলা ডানপন্থী শাসনের অবসান ঘটল।

জিওমেরা ক্যাস্ত্রোর শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এএফপি জানায়, নিজের দলের বিদ্রোহের অবসানের পর তিনি এ শপথ নিলেন।  

উল্লেখ্য, জিওমেরা ক্যাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটি শাসন করেন। তবে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর গত এক দশকে বামপন্থীদের নেতা হিসেবে দুবার নির্বাচন করেছিলেন জিওমেরা। এরপর গত নভেম্বরের নির্বাচনে জয়ী হন তিনি।

মন্তব্য

Beta version