ভারতের কর্নাটকে স্কুল-কলেজে হিজাব পরা নিয়ে বিতর্কের পর মুখ খুললেন সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, স্কুল-কলেজ পড়ালেখা ও হিজাবের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করছে, যা ভয়ানক।
পাকিস্তানি নারী অধিকার কর্মী মালালা মঙ্গলবার রাতে এক টুইটে বলেছেন, ‘নারীদের হিজাব পরে স্কুলে ঢুকতে না দেওয়াটা ভয়ঙ্কর। পোশাক বেছে নেওয়ার প্রশ্নে নারীকে বস্তু মনে করার প্রবণতা কমবেশি রয়েই যাচ্ছে। ভারতের নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে।’
কর্নাটকের উদুপি জেলার কুন্ডাপুরে একটি সরকারি স্কুল কর্তৃপক্ষ ক্লাসে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই আন্দোলন-বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
হিজাব বিতর্ক নিয়ে আদালতে শুনানি চলার মধ্যেই স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি রাজ্যবাসীকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তবে ঘটনা নিয়ে আরো উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যটিতে। চলছে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ।
সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
মন্তব্য