-->
শিরোনাম

ইয়েমেনে ৫ জাতিসংঘ কর্মীকে অপহরণ আল-কায়েদার!

অনলাইন ডেস্ক
ইয়েমেনে ৫ জাতিসংঘ কর্মীকে 
অপহরণ আল-কায়েদার!

ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মী অপহরণের শিকার হয়েছেন। কাজ শেষে ফেরার পথে দক্ষিণাঞ্চলের আবিয়ান থেকে শুক্রবার তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। কারা তাদের অপহরণ করেছে, সে বিষয়ে জাতিসংঘ কিছু না বললেও ইয়েমেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, আল-কায়েদা জঙ্গিরা জড়িত। 

ইয়েমেনে জাতিসংঘ কর্মকর্তা রাসেল গিকি শনিবার অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত কর্মীদের মুক্তির জন্য ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে জাতিসংঘ।

অপহৃত ৫ কর্মীর মধ্যে ৪ জনই ইয়েমেনের এবং একজন অন্য দেশের নাগরিক। তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে অপহরণকারীরা মুক্তিপণ দাবির পাশাপাশি কারাবন্দি কয়েক জঙ্গির মুক্তি চেয়েছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চল বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নিয়ন্ত্রণে। তবে তারা কোনো অপহরণে জড়িত নয় দাবি করে, এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’অ্যাখ্যা দিয়েছে।

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের সঙ্গে ২০১৫ থেকেই সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের যুদ্ধ চলছে। এ যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি দেশটিতে চরম খাদ্য সঙ্কটসহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স ও গার্ডিয়ান।

মন্তব্য

Beta version