-->

‘যেকোনো দৃশ্যের জন্য প্রস্তুত ইউক্রেন সেনারা’

অনলাইন ডেস্ক
‘যেকোনো দৃশ্যের জন্য প্রস্তুত ইউক্রেন সেনারা’
রুশ হামলার আশঙ্কায় প্রস্তত ইউক্রেনের সেনারা। ছবি: সিএনএন

ইউক্রেন যুদ্ধের উত্তেজনা চরমে থাকলেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কোনো উস্কানিতে পা দেবে না তারা। তিনি পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হামলার প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন। তবে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসটিরস্কি বলেছেন, যে কোনো দৃশ্যের জন্য প্রস্তুত ইউক্রেনীয় সেনারা। সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

ইউক্রেনের সীমান্তে প্রায় দেড় লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করতে পারে বলে জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা সরকারি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে এক সেনা নিহত হয়েছে বলেও দাবি বিচ্ছিন্নতাবাদীদের। দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলে শনিবার একদিনেই দেড় হাজারের মতো মর্টার গোলা নিক্ষেপ করা হয়েছে।

এমন পরিস্থিতিতেও জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে সশরীরে হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় নেতাদের জেলেনস্কি বলেন, তার দেশ কোনো ধরনের উসকানিতে পা দেবে না। তিনি আরো বলেন, রুশ হামলার শঙ্কায় ইউক্রেনীয়রা আতঙ্কিত নয়, আমরা আমাদের মতো করে জীবনযাপন করতে চাই।

অবশ্য উসকানিতে সাড়া না দেওয়ার কথা বললেও জেলেনস্কি বিশ্ব নেতাদের জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করবে ইউক্রেন।

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসটিরস্কি সিএনএন টিমকে সাক্ষাৎকারে বলেন, পূর্ব ইউরোপে শত শত মর্টার নিক্ষেপ করা হয়েছে। রুশ সমর্থিত প্যারামিলিটারি ‘ওয়াগনার পিএমসি’ যোদ্ধারাও সীমান্তের ভেতরে ঢুকে পড়েছে। তবে আমরা আমাদের সেনাদের সঙ্গে কথা বলেছি, তারা আত্মবিশ্বাসী ও মনের জোরে বলিয়ান। তারা যেকোনো দৃশ্যের মোকাবিলায় প্রস্তুত।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ এক ফেসবুক পোস্টে বলেছেন, আমাদের আগ্রাসী হয়ে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা নেই। তবে আমাদের সেনা অবস্থান কিংবা মানববসতির ওপর কোনো গুলি মেনে নেব না।

সূত্র: বিবিসি ও সিএনএন। 

মন্তব্য

Beta version