-->

জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের পূর্ণশক্তির সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যে ইউক্রেন জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল বুধবার এই ঘোষণা দেন।

এই জরুরি অবস্থা জারি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনের পার্লামেন্ট অনুমোদন করতে পারে বলে আশা করা হচ্ছে। এই জরুরি অবস্থা ৩০ দিনের জন্য স্থায়ী হতে পারে এবং যদি প্রয়োজন হয় পুনরায় ৩০ দিনের জন্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ বলেছেন, ‘দোনেস্ক এবং লুহানস্ক ছাড়া ইউক্রেনের বাকি ভূখণ্ডজুড়ে জরুরি অবস্থা জারি করা হবে।’

‘রাশিয়ান ফেডারেশনের মূল লক্ষ্য হলো ইউক্রেনের ভেতর থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। রাশিয়ার এই উদ্দেশ্য যাতে সফল হতে না পারে তাই আমরা আজকে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছি’ বলেন ওলেক্সি ড্যানিলভ।

ড্যানিলভ আরো বলেন, জরুরি অবস্থার মধ্যে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্দিষ্ট পরিবহণ চলাচলের ক্ষেত্রে তল্লাশি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

রিজার্ভ বাহিনী নামাচ্ছে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির ২ লাখেরও বেশি রিজার্ভ ফোর্সকে প্রস্তুত রেখেছে।

সামরিক বাহিনীর এক ফেসবুক বার্তায় বলা হয়, ‘১৮ থেকে ৬০ বছর বয়সিদের এই রিজার্ভ ফোর্সে রাখা হবে। আজ থেকে এই রিজার্ভ ফোর্সকে কল দেওয়া শুরু হবে।

এই রিজার্ভ ফোর্সে একজন সর্বোচ্চ এক বছর কাটাবে’।

রাশিয়া ছাড়তে ইউক্রেনের নাগরিকদের নির্দেশ

যুদ্ধের আশঙ্কায় রাশিয়ায় অবস্থারত নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের অনুরোধ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে শতাধিক রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন।  খবর আল-জাজিরার।

বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে। এতে ইউক্রেনের নাগরিকদের রাশিয়া ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, যারা ইতোমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন, তারা যেন অতিসত্বর দেশটি ত্যাগ করেন।

পূর্ব ইউক্রেনে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ নিয়ন্ত্রণে থাকা দুটি অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ওই অঞ্চলে শান্তিরক্ষার নামে সেনা পাঠানোয় একের পর এক পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়ছে রাশিয়া।

মঙ্গলবার রাতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পদক্ষেপের তীব্র সমালোচনা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

এর কিছুক্ষণ আগেই যুক্তরাজ্য নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের পথ ধরে কানাডা, জাপান ও অস্ট্রেলিয়াও নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা দিয়েছে।

ইউক্রেন সীমান্ত ঘিরে রুশ সেনা মোতায়েন নিয়ে পশ্চিমাদের আগ্রাসনের অভিযোগের উত্তেজনার মধ্যেই গত সোমবার দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর সেখানে শান্তিরক্ষী মোতায়েনের নির্দেশ দেন তিনি।

এরপরই নিষেধাজ্ঞা আরোপ শুরু করে পশ্চিমা বিশ্ব। প্রথমে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এরপর ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের।

সূত্র : আল জাজিরা, সিএনএন।

মন্তব্য

Beta version