-->

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: দু্ই দেশের শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: দু্ই দেশের শতাধিক নিহত
ইউক্রেনে রাশিয়ার হামলা। (ছবি: ভয়েস অব আমেরিকা)

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাশিয়ার আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ৩০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা বিভাগ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে।

এরপর থেকে দুপক্ষের পাল্টা আক্রমণের ব্যাপকতা ছড়িয়ে পরে ইউক্রেনের বিভিন্ন সীমান্ত এলাকায়। ইউক্রেন বলছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছে। খবর- বিবিসি’র

ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে, তারা ছয়টি রুশ বিমান গুলি করে নামিয়েছে। তবে নিরপেক্ষভাবে এ দাবি যাচাই করা যায়নি।

এদিকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানের সামরিক স্থাপনাগুলোতে দফায় দফায় হামলা অব্যাহত রেখেছে। পশ্চিম ইউক্রেনের একটি বিমানবন্দরের ওপর ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা বিবিসি যাচাই করতে পেরেছে।

এর আগে মস্কো বলেছিল তারা সামরিক লক্ষ্যবস্তু এবং কয়েকটি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে কিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির পশ্চিমে ইভানো-ফ্র্যাকিভস্ক বিমানবন্দর।

পূর্ব ইউক্রেনেও তুমুল লড়াই হচ্ছে বলে খবর আসছে। দেশটির দ্বিতীয় বড় শহর খারকিভের বাসিন্দারা বলছেন দুই পক্ষের মধ্যে গোলাবিনিময় এবং অনবরত বিস্ফোরণে তাদের ভবনের জানলাগুলো কাঁপছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একেবারে নিখুঁত অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিমান বাহিনীর ঘাঁটি এবং সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, শচস্ত্য শহর এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ক্রামতোর্স্ক জেলায় রাশিয়ার আরেকটি বিমান ধ্বংস করা হয়েছে। এটি নিয়ে রুশ বিমান বাহিনীর ছয়টি বিমান ধ্বংস করা হয়েছে।

 

মন্তব্য

Beta version