-->

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ

গত বৃহস্পতিবার থেকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ

  • রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীকে বর্তমান ইউক্রেন সরকারের কাছ থেকে ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
  • রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, রুশ সৈন্যরা কিয়েভের কাছে প্রধান সামরিক ক্ষেত্র হোস্টোমেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এই অভিযানে ইউক্রেনের বিশেষ সামরিক ইউনিটের ২০০ জন সৈন্য নিহত হয়েছে এবং কোনো রাশিয়ান সৈনিকের হতাহতের ঘটনা ঘটেনি। যদিও রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
  • অগ্রসরমান রুশ সেনাবাহিনী থেকে রাজধানী কিয়েভকে রক্ষার জন্য ইউক্রেনের সামরিক যানবাহন শহরে অবস্থান নিয়েছে।
  • ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা স্বেচ্ছাসেবকদের হাতে ১৮ হাজার বন্দুক বণ্টন করেছেন। বন্দুক দেওয়ার পাশাপাশি মোলোটভ ককটেল তৈরির নির্দেশিকাও শহরজুড়ে বণ্টন করা হয়েছে।
  • ব্রিটেনের সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী দাবি করছেন যে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৫০ রুশ সৈন্য এবং ১৯৪ ইউক্রেনীয়, যার মধ্যে ৫৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
  • ইউক্রেন দাবি করছে, রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি রাশিয়ান সৈন্য মারা গেছে। ইউক্রেনের এই দাবি তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।
  • ক্রেমলিন বলেছে, রাশিয়া মিনস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছে।
  • আলোচনার মূল বিষয় হচ্ছে ইউক্রেনের ‘নিরপেক্ষ অবস্থা’ বজায় রাখা এবং ‘অসামরিকীকরণ’ আলোচনার শর্তের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ইউক্রেন এসব শর্তে আলোচনায় সম্মত হবে এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
  • পোল্যান্ডের এক সংসদ সদস্য বলেছেন, রাশিয়ান এয়ারলাইনসের জন্য তার আকাশসীমা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে।
  • জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা অনুমান করে যে প্রায় ১ লাখ মানুষ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। সংকট ঘনীভূত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রায় ৫ মিলিয়নের বেশি ইউক্রেনের জনগণ দেশ ছাড়ার চেষ্টা করছে।

মন্তব্য

Beta version