-->

কিয়েভে রাশিয়ার কোনো সৈন্য নেই, দাবি মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক
কিয়েভে রাশিয়ার কোনো সৈন্য নেই, দাবি মেয়রের

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র দাবি করেছেন যে শহরে কোনও রাশিয়ান সেনার অবস্থান নেই। রাজধানী কিয়েভ এখন রাশিয়ার আক্রমন থেকে বাঁচতে লড়াই করছে।

ভিটালি ক্লিটসকো বলেছেন  সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রতিরক্ষা কর্মকর্তারা নাশকতাকারীদের শনাক্ত করে নির্মূল করছে।

আমরা যেমনটা আগেই জানিয়েছি কিয়েভে বসবাসকারী লোকজনকে সোমবার পর্যন্ত নিজ নিজ বাড়িতে অবস্থান  করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিয়েভ কর্তৃপক্ষ বলছে ঘরের বাহিরে গেলে শহর কর্তৃপক্ষ্য লোকজনকে শত্রু শিবিরের নাশকতাকারী গোষ্ঠীর সদস্য হিসাবে চিহ্নিত করতে পারে।

বিবিসির প্রযোজক ক্যাথি লং বলেন রবিবার কিয়েভ ছিল ঠান্ডা ও শান্ত। কিয়েভের রাস্তায় শুধু পুলিশ, সামরিক বাহিনী এবং সশস্ত্র স্বেচ্ছসেবকদেরই দেখা যাচ্ছে।

রবিবার ক্লিটসকো তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় বলেন, রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে একজন শিশু সহ নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শুক্রবার থেকে রাশিয়ার বাহিনী শহরের উপকণ্ঠে অবস্থান করছে বলে জানা গেছে।  কিয়েভ জুড়ে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা  যাচ্ছে।

সূত্র: বিবিসি

মন্তব্য

Beta version