-->

আরেক দফা বৈঠকে একমত ইউক্রেন-রাশিয়া

অনলাইন ডেস্ক
আরেক দফা বৈঠকে একমত ইউক্রেন-রাশিয়া

দৃশ্যমান কোনো ফল আসেনি ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায়। ইউক্রেনে রুশ হামলার পঞ্চমদিনে সোমবার বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের এ বৈঠক হয়। তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করার মতো ফলপ্রসু কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনায় সঙ্কট সমাধানের কিছুটা পথ তৈরি হয়েছে।

কয়েকদিনের মধ্যে ফের বৈঠকে বসতে পারে উভয়পক্ষ। হয়তো সেখানেই কোনো অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

একদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছিল রুশ সেনারা, অন্যদিকে চলছিল শান্তি আলোচনার প্রক্রিয়া।

বেলারুশে বৈঠক শুরুর আগেই আগ্রাসনকারী রুশ সেনাবাহিনীকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার স্থানীয় সময় দুপুরে মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা বেলারুশে বৈঠকে বসেন। বৈঠক চলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে।

বৈঠক শেষে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, উভয় দেশের প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই তারা আবার মুখোমুখি বসবেন।  

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেন, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের প্রথমদফা আলোচনা হয়েছে। এবারের আলোচনায় তাদের মূললক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেন ভূখণ্ডে চলমান যুদ্ধ অবসানের উপায় খুঁজে বের করা।

পোডোলিয়াক আরো বলেন, প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের উপায় বের করতে আন্তরিক ছিলেন। ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছেন তারা। তারা এ বিষয়ে পরামর্শ করার জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাচ্ছেন। আরো এক দফা বৈঠক হলে সেখানে আগ্রগতি আসতে পারে।

সূত্র: বিবিসি।

মন্তব্য

Beta version