-->
শিরোনাম

হুথিদের ‘সন্ত্রাসী’ তকমা দিল নিরাপত্তা পরিষদ

অনলাইন ডেস্ক
হুথিদের ‘সন্ত্রাসী’ তকমা দিল নিরাপত্তা পরিষদ
যুদ্ধে বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তুপে খেলছে ইয়েমেনের একটি শিশু

ইয়েমেনের হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে লেবেল সেঁটে দিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার নিরাপত্তা পরিষদে এ নিয়ে একটি রেজ্যুলেশন পাশ হয়েছে।

এই খসড়া প্রস্তাবে হুথিদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জোরদারের পাশাপাশি মিলিশিয়া নেতা আব্দুলমালিক আল হুথির বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইয়েমেনের রাজধানী সানাসহ বেশির ভাগ অঞ্চল হুথিদের দখলে। ২০১৫ সাল থেকেই সানায় একটি সরকার পরিচালনা করছে গোষ্ঠিটি। তখন থেকেই ইরান সমর্থিত এই গোষ্ঠির বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।

সম্প্রতি সৌদি ও আরব আমিরাতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে হুথি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করে আমিরাত।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের সমর্থনে ভোট দেয়। তবে ইয়েমেনে যুদ্ধের কারণে মানবিক সঙ্কট তৈরি হওয়ার অভিযোগ তুলে আয়ারল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল ও নরওয়ে ভোটদানে বিরত থাকে।

ইয়েমেন যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : আরবনিউজ।

মন্তব্য

Beta version