-->
শিরোনাম

ইউরোপ ছাড়ছে রাশিয়ার সাবারব্যাংক, তেলের দাম ১১০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপ ছাড়ছে রাশিয়ার সাবারব্যাংক, তেলের দাম ১১০ ডলার
কিয়েভের উপকণ্ঠে বিস্ফোরণের পর আগুন-ধোঁয়ার কুণ্ডলী

রাশিয়ার বৃহত্তম ঋণদানকারী সংস্থা সাবারব্যাংক বুধবার (২ মার্চ) এক ঘোষণায় জানিয়েছে, ব্যাংকটি ইউরোপের বাজার ছেড়ে যাচ্ছে। কারণ ব্যাংকটির অন্যান্য অঙ্গ সংস্থা নগদ অর্থ সংকটে ভুগছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১১০ ডলার পর্যন্ত উঠেছে।

ব্যাংকটি বলছে, তারা ইউরোপে তাদের সঙ্গে জড়িত ব্যাংকগুলোকে আর তারল্য সরবরাহ করতে সক্ষম নয়। তবে যে মূলধন এবং সম্পদ রয়েছে তা দিয়ে সব আমানতকারীর রক্ষিত আমানত ফেরত দিতে পারবে।

গত মঙ্গলবার ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক সাবারব্যাংককে তাদের ইউরোপের শাখা অফিস বন্ধ করতে বলেছে।

তেলের দাম আকাশ চুম্বি

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাব মোকাবেলায় তেলের দাম স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে।

ব্রেন্ট ক্রুড আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ১১০ ডলার পর্যন্ত উঠেছে। তেলের এই দাম গত সাত বছরে মধ্যে সবচেয়ে বেশি।

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো দৈনিক ৬০ মিলিয়ন ব্যারেল উত্তোলনে সম্মত হয়েছে।

সূত্র: বিবিসি

মন্তব্য

Beta version