-->
শিরোনাম
রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের আকাশসীমা বন্ধের ঘোষণা

পুতিন জানেনই না সামনে কী অপেক্ষা করছে: বাইডেন

নিজস্ব প্রতিবেদক
পুতিন জানেনই না সামনে কী অপেক্ষা করছে: বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এককভাবে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত অনুরোধ পুতিন না শোনায় যুক্তরাষ্ট্রসহ প্রায় গোটা ইউরোপ দায়ী করছে রাশিয়াকে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সরাসরি বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের জন্য পুতিন একাই দায়ী।’ কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘পুতিন জানেনই না তার জন্য সামনে কী অপেক্ষা করছে।’

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ( বাংলাদেশ সময় বুধবার, ২ মার্চ) চলমান এ যুদ্ধ ইস্যুতে বাইডেন তার প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে এ প্রতিক্রিয়া জানান। এসময় ইউক্রেনে হামলার অভিযোগে রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের আকাশপথ বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি।

বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর ‘শক্তিশালী নিষেধাজ্ঞা’ আরোপ করছে এবং রাশিয়ার ব্যাংক ব্যবস্থাকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন এবং প্রযুক্তি আমদানি বন্ধ করে দিয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দেওয়া তাঁর এই স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন আরো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ হলে মস্কো আরো দুর্বল হয়ে পড়বে।

মঙ্গলবার কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ রাতে আমি ঘোষণা করছি যে, রাশিয়ার বিমানের জন্য আমেরিকান আকাশসীমা বন্ধ করা হল। রাশিয়াকে আমাদের (যুক্তরাষ্ট্র) মিত্রদের সঙ্গে মিলে আরও বিচ্ছিন্ন করে ফেলা হবে এবং তাদের অর্থনীতিকে আরো সংকুচিত করা হবে।’

জো বাইডেন পুতিনের ঘনিষ্ঠ রাশিয়ার সম্পদশালী অভিজাতদের শাস্তি দেওয়ার ও প্রতিজ্ঞা করেছেন।

তিনি বলেন, ‘আজ রাতে আমি রাশিয়ার ওলিগার্ক এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের বলছি যারা এই সহিংস শাসন থেকে বিলিয়ন ডলার তৈরি করেছে। অনেক হয়েছে।’

‘আমি যা বলছি তা করে দেখাব। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রাশিয়ার ওলিগার্কদের অপরাধ তদন্ত করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করবে।’

এদিন কংগ্রেসে রাজনৈতিক মতাদর্শ ভুলে ইউক্রেনের প্রতি গভীর আবেগ দেখান ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতারা। তাদের অনেকেই ইউক্রেনের পতাকার সঙ্গে মিল রেখে নীল এবং হলুদ পোশাক পরেছিলেন। বিশ্ব রাজনীতিতে এমন ঘটনাও বিরল বলেছেন সংবাদ ভাষ্যকাররা।

বাইডেন বলেন, পুতিন হয়ত যুদ্ধক্ষেত্রে জয় লাভ করতে পারে, তবে দীর্ঘমেয়াদে তাকে উচ্চমূল্য দিতে হবে।

রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনের উপর সর্বাত্মক আক্রমণ শুরু করে, প্রধান বিশ্ব শক্তির দেশগুলো এই হামলার প্রতিবাদে নিন্দা ও নিষেধাজ্ঞা জারি করেছে।

মঙ্গলবার ভাষণে বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা পাঠাবে না, তবে ন্যাটো মিত্রদের রক্ষা করতে প্রস্তুত।

‘আমি পরিষ্কার করে বলতে চাই যে, আমাদের সৈন্য ইউক্রেনে রুশ বাহিনীর সাথে সংঘাতে জড়াবে না। তবে আমাদের ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যাবে যদি পুতিন পশ্চিমে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়।’

আলজাজিরা, সিএনএন

মন্তব্য

Beta version