-->
শিরোনাম

ইউক্রেনের পরামাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন

অনলাইন ডেস্ক
ইউক্রেনের পরামাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন
এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড়।

ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে রাশিয়া ও ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।

শুক্রবার (৪মার্চ) বিবিসি আরো জানিয়েছে, জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, তারা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং জানতে পেরেছেন যে বিদ্যুৎকেন্দ্রটির অপরিহার্য অংশগুলো এখনো চলমান আছে।

জেপোরোজিয়া অঞ্চলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি আশেপাশে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

এদিকে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। দেশটি এখনো পর্যন্ত ইউক্রেনের শুধু খেরসন শহর দখল করতে পেরেছে।

মন্তব্য

Beta version