-->
শিরোনাম

ইউক্রেনের পক্ষে যুদ্ধে ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবক

অনলাইন ডেস্ক
ইউক্রেনের পক্ষে যুদ্ধে ৩ হাজার মার্কিন স্বেচ্ছাসেবক
ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছেন সাবেক মার্কিন সেনা ম্যাথিও পার্কার। ছবি: ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা ম্যাথিও পার্কার। ২২ বছরের সেনা জীবনে তিনি বেশ কয়েকবছর নিয়োজিত ছিলেন ইরাকযুদ্ধে। এতো বছর পর এসে আবার অস্ত্র হাতে নিয়েছেন, যোগ দিয়েছেন ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন প্রবীণ এই মার্কিন সেনা।

মার্কিন নাগরিক হয়ে কেন ইউক্রেনের পক্ষে যুদ্ধে নামলেন ম্যাথিও! তিনি জানান, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাদলে ছিলেন ইউক্রেনের একজন। বিপুল বিক্রমে যুক্তরাষ্ট্রের পক্ষে লড়ে গেছেন তিনি। এখন ইউক্রেনের বিপদে সেজন্যই দেশটির পক্ষে লড়াইয়ে শামিল হয়েছেন ম্যাথিও।

শুধু ম্যাথিওই নন, হামলাকারী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩ হাজার স্বেচ্ছাসেবী। বিদেশি স্বেচ্ছাসেবকদের যুদ্ধে শামিল হতে ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়েছেন তারা।

ভয়েস অব আমেরিকাকে বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসির ইউক্রেনীয় দূতাবাস।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১১তম দিন চলছে রোববার। হামলার প্রথম থেকেই পশ্চিমাবিশ্ব রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার হলেও কেউ ইউক্রেনের সহায়তায় সেনা পাঠায়নি। তবে পশ্চিমা অনেক দেশ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সেনাদল গঠনের উদ্দেশ্যে বিদেশী স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

ইউক্রেন দূতাবাসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধের মাঠে গেছেন ৩ হাজার মার্কিন নাগরিক।

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরইমধ্যে ১৬ হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনে যুদ্ধে অংশ নিয়েছেন।

সূত্র: বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

 

মন্তব্য

Beta version