-->
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক সহায়তা

২০ হাজার অ্যান্টি-ট্যাংক ও বিমান বিধ্বংসী মিসাইল পেয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ হাজার অ্যান্টি-ট্যাংক ও বিমান
বিধ্বংসী মিসাইল পেয়েছে ইউক্রেন

যুক্তরাষ্ট্র ও তার মিত্র ন্যাটোভুক্ত দেশগুলো এ পর্যন্ত ইউক্রেনকে ১৭ হাজারটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারটি বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহ করেছে।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই ইউরোপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক কার্গো বিমান অবতরণ করা শুরু করেছে।

এই সামরিক পণ্যসামগ্রীর মধ্যে আছে সি-১৭ যেটাকে যুক্তরাষ্ট্রের বিমানবহরের মেরুদণ্ড ভাবা হয়।’

এই বিমানগুলো দিয়ে ন্যাটো সীমানার পূর্ব দিক বরাবর সৈন্যদের নতুন করে মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে সামরিক সরঞ্জামগুলোকে এমন জায়গায় নেওয়া হয়েছে যাতে ইউক্রেনে এই অস্ত্রগুলোকে সহজেই ডেলিভারি করা যায়।

বিগত কয়েক দিনে ইউরোপের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের চলাচল বেড়ে গেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪টি দেশ ইউক্রেনে নিরাপত্তা সহায়তা পাঠিয়েছে।

প্রতিরক্ষা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা এমন সব সামরিক সরঞ্জাম এবার ইউক্রেনে পাঠিয়েছি যা আগে কখনো বাহিরে পাঠানো হয়নি।’

৩৫০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজের একটি বিশাল অংশ ইতোমধ্যেই ইউক্রেনে পাঠানো হয়েছে।

এই নিরাপত্তা সহায়তা হোয়াইট হাউস অনুমোদনের এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে।

সূত্র: সিএনএন।

মন্তব্য

Beta version