-->
শিরোনাম

ইরপিন ও সুমি থেকে অবরুদ্ধ লোকজনকে সরিয়ে নেওয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
ইরপিন ও সুমি থেকে অবরুদ্ধ
লোকজনকে সরিয়ে নেওয়া শুরু

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ইরপিন ও সুমি অঞ্চল থেকে অবরুদ্ধ লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত শহর ইরপিন ও সুমি অঞ্চলে হাজার হাজার মানুষ অবরুদ্ধ হয়ে আছে রাশিয়ার অব্যাহত মিসাইল ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে।

এই দুই অঞ্চলে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ার সৈন্যদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল।

ওলেক্সি কুলেবা ইরপিন অঞ্চলের প্রধান বলেন, ইরপিন থেকে রোমানভিকা গ্রামের মধ্য দিয়ে শহরের লোকজনকে রাজধানী কিয়েভের দিকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত ১৫০ জনকে ইরপিন অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘আগ্রাসনকারীরা লোকজনকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে বাধা দিচ্ছে। এই কয়েক দিনে যারা আশ্রয়স্থলে ছিল তারা নিজেদের চেষ্টায় ইরপিন থেকে অন্য জায়গায় চলে গেছে।

ইরপিন অঞ্চল থেকে আমরা বড় পরিসরে লোকজন সরিয়ে নিতে এবং মানবিক সহায়তা বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

অন্যদিকে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, সুমি অঞ্চল থেকে প্রথম ধাপে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

সুমিতে লোকজন সরিয়ে নেওয়ার ফুটেজ শেয়ার করে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, সুমি অঞ্চলে প্রথম ধাপে লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেওয়া শুরু হয়েছে।

সূত্র: বিবিসি

 

মন্তব্য

Beta version