-->

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, তেলের ওপর নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেল সরবরাহর ক্ষেত্রে ‘বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনবে এবং তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলারে ঠেকবে।

ইউক্রেন আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করছে।

তবে জার্মানি ও নেদারল্যান্ডস ইতোমধ্যে এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

ইউরোপে মোট গ্যাসের চাহিদার প্রায় ৪০ শতাংশ এবং তেলের ৩০ শতাংশ আসে রাশিয়া থেকে। রাশিয়ার গ্যাস ও তেল ইউরোপে আসা বন্ধ হলে ইউরোপের দেশগুলো সমস্যায় পড়বে এবং রাশিয়ার বিকল্প পাওয়া সহজ হবে না।

রাশিয়া ও জার্মানির মধ্যে চলমান দ্বিতীয় নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের নির্মাণ কাজ ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় অনির্দষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

জার্মানির এই সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে নোভাক বলেন, জার্মানির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়ার অধিকার আছে।

সূত্র: সিএনএন।

মন্তব্য

Beta version