-->

প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে দক্ষিণ কোরিয়ায়

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে দক্ষিণ কোরিয়ায়
সিউলের একটি কেন্দ্রে ভোট দেন সন্তান কোলে এক নারী। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট নির্বাচনে আজ বুধবার ভোট দিচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণ। ভোটে বিজয়ী প্রার্থী বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে ইনের স্থলাভিষিক্ত হবেন আগামী ৫ বছরের জন্য। মধ্যরাতেই হয়তো জানা যাবে, কে হতে যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট।

এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির প্রেসিডেন্ট হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার নেতা লি জায়ে মিউং এবং রক্ষণশীল দল পিপল পাওয়ার পার্টির ইউন সুক ইওলের মধ্যে।

৫ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ কোরিয়ায় ভোটার রয়েছেন ৪ কোটি ৪০ লাখ। ১৪ হাজার ৪৬৪টি ভোটকেন্দ্রে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

করোনা মহামারি ছাড়াও উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক ইস্যু, দুর্নীতি, বেকার সমস্যা, আবাসন সংকটসহ বেশ কিছু সমস্যা মোকাবিলা করতে হবে নবনির্বাচিত প্রেসিডেন্টকে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১০ মে ক্ষমতায় বসবেন দক্ষিণ কোরিয়ার ২০তম প্রেসিডেন্ট।

সূত্র: সিএনএন ও রয়টার্স

মন্তব্য

Beta version