চীনে আবার দেখা দিয়েছে নতুন ভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক
চীনে আবার দেখা দিয়েছে নতুন ভাইরাস!
আবার লকডাউন ঘোষণা উত্তর-পূর্ব চিনের চাংচুনে। এএফপি

করোনার প্রভাব এখনো দূর হয়নি। তার মধ্যেই আরো একটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘিরে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব চীনের চাংচুনে। তবে এর নাম জানানো হয়নি।

সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে তাই আগেভাগেই ওই শহরের ৯০ লাখ মানুষকে ‘ঘরবন্দি’ করল প্রশাসন।

শুক্রবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে চাংচুন শহরে। এটি একটি শিল্পশহর।

প্রশাসনের এক নির্দেশনায় বলা হয়েছে, পরিবারের একজন সদস্য ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোতে পারবেন না। শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। আপৎকালীন পরিষেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ রাখতে হবে।

দেশজুড়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন ৩৯৭ জন। যাদের মধ্যে ৯৮ জন চাংচুং শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন। তবে তারা নতুন এই ভাইরাসে আক্রান্ত কিনা তা স্পষ্ট নয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

মন্তব্য