এবার রুশ মায়েদের প্রতি আকুল আবেদন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানদের যুদ্ধে পাঠাবেন না।
ইউক্রেনে রুশ হামলার ১৬তম দিনে শুক্রবার এমন আর্তি জানান তিনি। এরই মধ্যে রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। অন্যান্য শহরেও হামলা জোরদার করেছে তারা। এতে বেসামরিক হতাহতও বাড়ছে।
আবেগঘন আর্তিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমি রাশিয়ার মায়েদের আবারো বলতে চাই, বিশেষ করে বাধ্যতামূলক সেনাদলে নিযুক্তদের মায়েদের প্রতি অনুরোধ করছি, আপনাদের সন্তানকে বিদেশে যুদ্ধ করতে পাঠাবেন না।
জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের কোথায় মহড়ায় পাঠানো হচ্ছে বা যুদ্ধে পাঠানো হচ্ছে না, এমন কথায় বিশ্বাস করবেন না। আপনার সন্তানদের যদি ইউক্রেনে পাঠানো হয়ে থাকে, তাহলে এখনই ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করুন।
দেশের সক্ষম যুবা-পুরুষদের বাধ্যতামূলক সেনাদলে ভিড়িয়ে ইউক্রেনে যুদ্ধ করার জন্য পাঠাচ্ছে রাশিয়া সরকার। এমন খবর প্রকাশের পর জেলেনস্কি রুশ মায়ের প্রতি ওই আর্তি জানান।
রাশিয়া গত বুধবার প্রথম স্বীকার করেছে, বাধ্যতামূলক সেনাদলে নেওয়া যুবকদের ইউক্রেনে যুদ্ধে পাঠানো হয়েছে। তাদের অনেকেরই যুদ্ধের কোনো প্রশিক্ষণ নেই। অনেকে ছিল কারাবন্দি আসামী।
এমনকি সিরিয়া থেকেও যোদ্ধা ভাড়া করে ইউক্রেনে লড়াই করতে নামিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র: বিবিসি।
মন্তব্য