ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়ার সৈন্যরা তাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতপোলের মেয়রকে অপহরণ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার শহরটির মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যায় রাশিয়ার সৈন্যরা।
ইউক্রেন পার্লামেন্টের এক টুইটার বার্তায় বলা হয়, ‘আমাদের মেয়র, শত্রুদের সাহায্য করতে না চাওয়ায় দখলদার বাহিনীর ১০ জনের একটি দল মেলিতপোলের মেয়রকে তুলে নিয়ে যায়।’
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘মেয়র ফেদরোভ সাহসের সঙ্গে ইউক্রেন ও তার শহরের মানুষকে রক্ষা করেছেন। তিনি দখলদার বাহিনীকে তাদের কাজে সাহায্য না করায় তাকে ধরে নিয়ে যায়।’
মেলিতপোলের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি শুধু ইউক্রেন কিংবা একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং বিশেষ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত একজন ব্যক্তিকে নিয়ে একটি ভবন থেকে বের হচ্ছে সেনারা।
ওই ব্যক্তিকে কালো একটি ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি।
মন্তব্য