-->
শিরোনাম
অব্যাহত ধর পতন, ২ সপ্তাহ বন্ধ মস্কো স্টক একচেঞ্জ

ভীষণ চাপে রাশিয়ার অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক
ভীষণ চাপে রাশিয়ার অর্থনীতি

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ ও দেশটির কিছু ব্যাংককে সুইফট থেকে বের করে দেওয়ার কারণে দেশটির অর্থনীতি আছে ভীষণ চাপে।

যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মুদ্রা রুবলের মান কমছে দ্রুতগতিতে। এই অবস্থা সামাল দিতে মস্কো স্টক এক্সচেঞ্জ বেশ কিছুদিন থেকেই লেনদেন বন্ধ করে দিয়েছে।

শেয়ারবাজার সাধারণের জন্য বন্ধ থাকলেও সীমিত আকারে কিছু লেনদেন পরিচালিত হবে বলে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক রোববার (১৩ মার্চ ) জানিয়েছে, আগামী ১৪ থেকে ১৮ মার্চ মস্কো স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক মুদ্রা বাজার, মানি মার্কেট এবং রোপো মার্কেট চালু থাকবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিতে শুরু করে।

রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকেও বাদ দেওয়া হয়।

গত ১ মার্চ রুবলের বিনিময় হার এক ধাক্কায় ২৫ শতাংশ পড়ে যায়। দরপতনের রাশ টানতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের মূল সুদের হার দুই অঙ্কে নেওয়ার ঘোষণা দেয়।

তবে পরিস্থিতি সামাল দিতে না পারায় মস্কো স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: বিবিসি

 

মন্তব্য

Beta version