ইউক্রেন যুদ্ধের ১৮তম দিনে রাজধানী কিয়েভ দখল নিতে রাশিয়া অব্যাহত বোমা হামলা করে চলছে। কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ইউক্রেন রাশিয়ার কাছে চতুর্থ দফার শান্তি আলোচনায় যুদ্ধ বিরতি দাবি করেছে। সোমবার (১৪ মার্চ) বিবদমান দেশ দুটির মধ্যে চতুর্থ দফার বৈঠক শুরু হয়।
- রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে চলমান চতুর্থ দফার শান্তি আলোচনা বড় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিদল আবারো আলোচনায় বসবে।
- ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন মুখপাত্র আলোচনায় অগ্রগতি আছে বলে ইঙ্গিত দিয়ে বলেন, ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
- রাশিয়া এই শান্তি আলোচনার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন শহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় একটি আবাসিক ভবনে একজন নিহত হয়েছেন।
- পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পোল্যান্ডের কাছে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ছিল ন্যাটোকে ‘হুমকি দেওয়ার’ অংশ।
- চীন দাবি করেছে, রাশিয়া বেইজিংয়ের কাছে ইউক্রেন যুদ্ধে সামরিক সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন দাবি ‘বিভ্রান্তিমূলক’।
- ক্রেমলিন বলেছে, রাশিয়া চীনের কাছ থেকে কোনো সামরিক সহায়তা চায়নি এবং ইউক্রেনে তার লক্ষ্য পূরণে পর্যাপ্ত সামরিক শক্তি রয়েছে।
- যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনকে তার কৃষ্ণসাগরে সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করেছে।
সূত্র : বিবিসি, আল জাজিরা।
মন্তব্য